কেন গোপন কুঠুরিতে আমার বিচার হবে, প্রশ্ন তুরিন আফরোজের

 আলোকিত সিলেট ডেস্ক :::  একাত্তরের মানবতাবিরোধী অপরাধীর সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর তুরিন আফরোজের ‘গোপন আঁতাতের’ অভিযোগে ‘শৃঙ্খলা ও পেশাগত আচরণ ভঙ্গ’ এবং ‘গুরুতর অসদাচরণের’ দায়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে। তবে তুরিন আফরোজ বলছেন, এটা বড়ধরনের এক ষড়যন্ত্র। মন্ত্রণালয় বা তদন্তকারী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সঙ্গে যোগাযোগ করেনি। গত সোমবার (১১ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের উপ-সলিসিটর এসএম নাহিদা নাজমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তুরিন আফরোজের অপসারণের তথ্য জানানো হয়। অপসারণের পর আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, ‘একজন আসামির সঙ্গে আলাপ-আলোচনা করার অভিযোগ ছিল তার (তুরিন) বিরুদ্ধে। ওই মামলাটি … Continue reading কেন গোপন কুঠুরিতে আমার বিচার হবে, প্রশ্ন তুরিন আফরোজের